• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

‘সুড়ঙ্গ’ দিয়ে পাকিস্তানের ভেতরে ঢোকার দাবি ভারতের

রিপোর্টার : / ১৯৭ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

সুড়ঙ্গ পথে পাকিস্তানের ২০০ মিটার ভেতরে ঢুকে পড়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেশটির কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, গত ২২ নভেম্বর ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে প্রায় দেড়শ’ মিটার লম্বা একটি সুড়ঙ্গের খোঁজ পায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই সুড়ঙ্গ ব্যবহার করেই ভারতে প্রবেশ করেছিল পাকিস্তানি মদতপুষ্ট চার জৈশ-ই-মহম্মদ জঙ্গি।

তার আগেই গত ১৯ নভেম্বর নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়। জঙ্গিদের কাছে থাকা মোবাইল ফোনের তথ্য দেখেই ওই সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। ২৬/১১ হামলার বর্ষপূর্তিতে কাশ্মীরে বড়সড় হামলার ছক ছিলো ওই জঙ্গিদের, এমনটাই দাবি নিরাপত্তা সংশ্লিষ্টদের।

ওই সরকারি কর্তা বলেন, ওই সুড়ঙ্গ ব্যবহার করে পাকিস্তানের ভেতরে প্রায় ২০০ মিটার পর্যন্ত প্রবেশ করেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেখানেই ছিলো ওই সুড়ঙ্গের উৎস। গত সপ্তাহে কাশ্মীরে নিহত জঙ্গিরা এই সুড়ঙ্গটি ব্যবহার করেছিল। এর আগে বিএসএফ’র রেইজিং ডে’র অনুষ্ঠানেও ওই সুড়ঙ্গের কথা উল্লেখ করেছিলেন বিএসএফ’র ডিজি রাকেশ আস্থানা। যদিও সুড়ঙ্গটি নিয়ে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১