৮ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে পাকস্থলীতে করে অভিনব পন্থায় ইয়াবা পাচারের ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো-মোহাম্মদ ইউনুছ (৫০), মো. আঃ রহিম (৪৫) ও মোছা. শিমু আক্তার (২৪)।
সোমবার (০৭ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড্ডা থানার কৃষি ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে ৩১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, পাকস্থলিতে অভিনব পন্থায় উক্ত ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে বহন করে ঢাকায় নিয়ে আসে। পরবর্তীতে পাকস্থলি থেকে পায়ুপথে উক্ত ইয়াবা ট্যাবলেট বের করে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করাকালিন তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।