• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

আইপিএল থেকে ১৩১ কোটি টাকারও বেশি আয় রোহিতের

রিপোর্টার : / ১৮৬ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

আইপিএলে সফলতম অধিনায়কদের একজন ধরা হয় রোহিত শর্মাকে। ট্রফি জেতার নিরিখে মহেন্দ্র সিং ধোনিকেও পিছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক ধোনি তিনবার আইপিএল জিতেছেন চেন্নাইয়ের হয়ে। সেখানে মুম্বাই অধিনায়ক রোহিত ইতোমধ্যেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। পাশাপাশি আইপিএল থেকে তার আয়ও চমকে দেওয়ার মতোই।

ইনসাইডস্পোর্ট মানি বলের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র আইপিএল থেকে চুক্তিবাবদ এখন পর্যন্ত ১৩১ কোটি টাকারও বেশি আয় করেছেন রোহিত শর্মা।

আইপিএলের উদ্বোধনী বছর ২০০৮ সালে ডেকান চার্জার্স নিলামে ৩ কোটি টাকায় নিয়েছিল রোহিতকে। তখন রোহিত ছিলেন টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। পরের দুই বছরও ওই টাকা পেয়েছিলেন তিনি।

২০১১ আইপিএলে কোনো ক্রিকেটারকে ধরে রাখেনি ডেকান চার্জার্স। নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স ৯.২ কোটি টাকায় নেয় তাকে। তখন থেকেই মুম্বাইয়ে রয়েছেন তিনি। ২০১২ ও ২০১৩ সালের আইপিএলেও ওই টাকাই তিনি পেয়েছিলেন। ২০১৪ সালের আইপিএলে তার মূল্য বেড়ে দাঁড়ায় ১২.৫ কোটি টাকা। তিনি ছিলেন রিটেন হওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথম পছন্দ।

২০১৫ থেকে ২০১৭, এই তিন বছরও রোহিত পান ১২.৫ কোটি টাকা করে। ২০১৮ সালে বিসিসিআই প্রথম পছন্দের রিটেন হওয়া খেলোয়াড়দের দর বাড়িয়ে দেয়। রোহিতকে সেবার মুম্বাই ১৫ কোটি টাকায় রাখে। সেই টাকাই এখনও অবধি পেয়ে চলেছেন রোহিত।

সব মিলিয়ে আইপিএল থেকে চুক্তি বাবদ ১৩১ কোটি টাকারও বেশি আয় করেছেন রোহিত। এই তালিকায় বিরাট কোহলির চেয়ে এগিয়ে আছেন তিনি। কোহলির চুক্তি বাবদ উপার্জন ১২৬ কোটি টাকার বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১