১৭ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান চলছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি’র অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হায়দার আলী বলেন, ‘মার্কেটের বাইরে অবৈধ স্থাপনা কম। কিন্তু মার্কেটের ভেতরে নকশাবহির্ভূত দোকান বেশি। বিদ্যুৎ ও গ্যাসের লাইন আমরা বন্ধ করে দিচ্ছি।’
এর আগে গত ৮ ডিসেম্বর থেকে গুলিস্তান এলাকায় ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ নামের আরেকটি বিপণিবিতানে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান শুরু করে ডিএসসিসি। এসময় পুলিশের সঙ্গে দোকান মালিক-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপরও সিটি করপোরেশন অভিযান থেকে পিছু হটেনি। এই উচ্ছেদ অভিযান কার্যক্রমের ধারাবাহিকতায় আজ সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অভিযান চালানো হচ্ছে।