• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা দুই অডিটর

রিপোর্টার : / ২৩৭ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুরে চার লাখ ১৬ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান অডিট করতে আসা দুই অডিটরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের অডিট অ‌্যান্ড অ‌্যাকাউন্টস অফিসার মো. শামীম হোসেন এবং এস.এ.এস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান।

দুদকের উপ-পরিচালক দেবব্রত মন্ডল এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার সাতটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআইসহ এ বিভাগের বিভিন্ন দপ্তরের গত অর্থ বছরের ব্যয়কৃত হিসাবের অডিট করার জন্য এ দুই অডিটর গতকাল রোববার পিরোজপুর যান। তারা এলজিইডির রেস্ট হাউজে ওঠেন।

সোমবার পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলার তিনটি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে অডিট কার্যক্রম শুরু করেন।

দেবব্রত মন্ডল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৪টার দিকে এলজিইডির গেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়। সেসময় তাদের দুজনকে গ্রেপ্তারও করা হয়। তারা পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঘুষ নিয়েছেন।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০