• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

ভারতের কর্নাটকে নৈশকালীন কারফিউ জারি

রিপোর্টার : / ২০১ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক রূপটি নিয়ে যখন বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন ভাইরাসের সংক্রমণ রোধে ভারতের কর্নাটক রাজ্যে নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ ২ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

চলতি সপ্তাহে কর্নাটক হচ্ছে ভারতের দ্বিতীয় রাজ্য যেখানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর আগে মহারাষ্ট্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কর্নাটক রাজ্য সরকার জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত পরীক্ষা করাতে হবে।

মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিইউরাপ্পা সাংবাদিকদের বলেছেন, ‘করোনাভাইরাসের নতুন রূপ বা ধরণটির পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারি পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নৈশকালীন কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে। আমি সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’

অবশ্য এক দিন আগেই তিনি বলেছিলেন, ‘এখন নৈশকালীন কারফিউর কোনো প্রয়োজন নেই। আমাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলেই চলবে।’

গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনার নতুন রূপটি শনাক্ত হয়। এটি আগের রূপটির তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১