২৩ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে তাদেরকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক থেকে আটক করা হয়।
বুধবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান।
আটককৃতরা হলেন- মো. আলমগীর (৪৬), লিজা আক্তার নাসিমা (২৭) ও মোহাম্মদ আরজু (৪৬)। এ সময় তাদের কাছ থেকে ১৭৭ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশলে রাজধানী যাত্রাবাড়ী থানাসহ আশাপাশের থানা এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলো।
আটককৃত আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।