• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

খুব শিগগিরি রাশিয়ার মতো ভেঙে যাবে ভারত: শিবসেনা নেতা

রিপোর্টার : / ১৬৮ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

২৭ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারের কড়া সমালোচনা করলেন শিবসেনার বর্ষীয়ান নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। শিবসেনার মুখপত্র সামনা’তে সঞ্জয় রাউত লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য ভারতের সব রাজ্য সরকারকে অস্থির করে তুলেছেন। আর এভাবে চলতে থাকলে ভারত একদিন রাশিয়ার (সোভিয়েত ইউনিয়ন) মতো ভেঙে যাবে।

শিবসেনার এই বর্ষীয়ান নেতা দাবি করেন, কেন্দ্র সরকারের কাছে এমনিতেই পর্যাপ্ত অর্থ নেই। কিন্ত নির্বাচনে জেতার জন্য এবং বিভিন্ন রাজ্যের বিরোধী শিবিরের রাজ্য সরকারগুলোকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অর্থ আছে। আজ ভারতের এমন পরিস্থিতি সত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি রাতে শান্তিতে ঘুমাতে পারেন তাহলে সত্যিই তার প্রশংসা করা উচিত।

প্রধানমন্ত্রী মোদি যদি দিনের পর দিন ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলোকে এভাবে অস্থির করে তোলেন, তাহলে খুব শিগগিরি রাশিয়ার মতো ভেঙে যাবে ভারত। কেন্দ্র সরকার রাজনৈতিক ফায়দা তুলতে মুম্বাইয়ে মেট্রোর কাজ বন্ধ রখেছে বলেও অভিযোগ তোলেন তিনি।

সঞ্জয় রাউত বলেন, রাজনৈতিক ফায়দার জন্য ভারতের সাধারণ মানুষের ক্ষতি করছে কেন্দ্রের মোদি সরকার। এর ফলে যেভাবে রাশিয়াতে রাজ্য ভেঙে গিয়েছিল, সেভাবে ভারতও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।

পাশাপাশি ভারতে চীনা পণ্য নিষিদ্ধ করা নিয়ে এই শিবসেনা নেতা বলেন, ২০২০ সালে চীনের সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল, ওরা আমাদের জমি দখল করে নিল। কিন্ত আমরা চীনের সেনাকে তাড়াতে পারলাম না। ভারতে চীনা পণ্য আমদানি বন্ধ করে দেওয়া হলো। তার বদলে ভারতের কেন্দ্রীয় সরকার চীনের সেনাদের তাড়ানোর চেষ্টা করতে পারত।

এদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের লেখা এই কলমকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির তরফ থেকে বলা হয়েছে, ভারত ভাঙার কথা বরদাস্ত করা হবে না। পাশাপাশি, শিবসেনাকে কংগ্রেসের সোনিয়া সেনা বলেও বিদ্রুপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১