৩০ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে প্রায় ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ তিনজনকে আটক করেছে র্যাব। গতকাল র্যাব-১০-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় ২৪৩/এ পূর্ব রামপুরার জাকের গলি এলাকার শুকরিয়া ভবনে অভিযান চালায় র্যাব-১০। এ সময় ইউরেনিয়ামসহ ওই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা ইউরেনিয়াম ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন- এ বি এম সিদ্দিকী ওরফে বাপ্পী, আক্তারুজ্জামান ও মিজানুর রহমান।
তাদের কাছ থেকে জব্দ হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি চামড়ার বাক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বাক্স, যার গায়ের ওপর ইংরেজিতে URANIUM ATOMIC ENERGY METALIC ELEMENT ATOMIC WEIGHT 222.07 (A) 2L.B LABPROS লেখা আছে। একটি রিমোট কন্ট্রোল, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাচের পট, পাঁচটি কাচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কাঁচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুটি পাইপ সদৃশ বস্তু, একটি মেটাল ছাকনি, একটি ক্যাটালগ, এক জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গ্রাউন)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম কিনে তা বিক্রি করে আসছে।