০২ জানুয়ারী ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২ জানুয়ারি) র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ১ জানুয়ারি মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আমিরবাগ বাদাম গাছতলা এলাকায় জুয়ার আসর থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে যাত্রাবাড়ী থানাধীন মীর হাজীরবাগ এলাকায় জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলো—মো. মারুফ, মো. রকিবুল হাসান শাওন, মো. নোমান আরাফাত রবিন, মো. ফয়সাল হোসেন, মো. দ্বীন ইসলাম, মো. আব্দু ওহাব, মো. রজব আলী, মো. সুমন মিয়া, মো. কামরুল ইসলাম, মো. মামুন হোসেন, মো. আলী আহম্মদ, মো. সুজন, মো. সালাউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. মনির হোসেন, মো. সেলিম, মো. আব্দুর রহিম, মো. লাল মিয়া, মো. আব্দুল মালেক, মো. চুনু মিয়া ও মো. বাবুল মৃধা।
তাদের কাছ থেকে ২৯টি মোবাইল ফোন, ৩টি কার্ডের প্যাকেট ও খোলা অবস্থায় ৫৬৬ পিস কার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।