৫ মে,২০২১,আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের দিকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনীর এমপি (মিলিটারি পুলিশ) ইউনিট।
মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ -এর নির্দেশক্রমে সেনাসদরের এজিথর শাখার পিএস পরিদফতরের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন আশেপাশের এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর এমপি ইউনিটের সদস্যরা বনানী, ক্যান্টনমেন্ট রেলস্টেশন এবং ভাষানটেক এলাকার ১০০ অসহায় ও কর্মহীন দুস্থ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এমপি ইউনিটের অধিনায়কসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।