ঢাকা, ২ জুন ২০২১, বুধবার, ২০ শওয়াল ১৪৪২ হিঃ
স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ই জুলাই অনুষ্ঠিত হবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে ১১ই এপ্রিল এসব ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১লা মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।