আজকের মেঘনা ডটকম
৬ জুন ২০২১,আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশে সিনোভ্যাকের টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩রা জুন ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিনোভ্যাকের এ টিকা চলতি বছরের ৯ই ফেব্রুয়ারি ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরও ২২টি দেশে অনুমোদন পায়। ১লা জুন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
১৮ বছর বা তদূর্ধ্ব বয়সীদের সিনোভ্যাকের এই টিকাটি দুই ডোজ প্রয়োগ করা যাবে।
প্রথম ডোজ দেয়ার দুই বা চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া যাবে। এছাড়া টিকাটি ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়।
উল্লেখ্য, পঞ্চম ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের টিকাটির অনুমোদন দিলো বাংলাদেশ সরকার। এর আগে আরও চারটি করোনা টিকার জরুরি অনুমোদন দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে- অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুটনিক ভি, চীনের সিনোফার্মা, যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজারের টিকা অন্যতম।