২২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
গত এপ্রিলে দেশীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ধর্ষণের ঘটনা বাড়ার পেছনে নগ্নতাকে দায়ী করে করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত সপ্তাহে এইচবিও’র অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ফের একই মন্তব্য করেছেন তিনি। স্বেচ্ছায় নির্বাসিত বাংলাদেশি লেখিক তসলিমা নাসরিন সোমবার এক টুইটে ইমরানকে এক হাত নিয়েছেন।
ইমরান খানের যৌবনকালের একটি বুকখোলা ছবি পোস্ট করে তিনি বলেছেন, পুরুষরা দেহ প্রদর্শন করলে মেয়েদেরও মন চঞ্চল হওয়া স্বাভাবিক।
অ্যাক্সিওসে ইমরান বলেছিলেন, ‘স্বল্পবাস নারীদের দেখে পুরুষের মন চঞ্চল হওয়াটাই স্বাভাবিক, যদি না সেই পুরুষ রোবট হয়। সাধারণ বুদ্ধি অন্তত তাই বলে।’
তসলিমা নাসরিন এর জবাবে লিখেছেন, ‘একজন পুরুষ যদি স্বল্পবাস হয়, নারীদের ওপর এর প্রভাব পড়বে, যদি না তারা রোবট হয়।’