২২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বড় পণ্ডিতরা টিকার নামে মুলা দেখিয়ে যাচ্ছে। জি-৭ দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে, তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে। এ নিয়ে শুধু গল্পই শুনছি। কিন্তু দেওয়ার জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না।
মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের টিকাপ্রাপ্তি নিয়ে এসব কথা বলেন তিনি।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। আমি বলি মুলা দেখাচ্ছে সবাই। সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করবো। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।
তিনি বলেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যতো জনসংখ্যা, তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে।
এদিকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট-৭-এর নেতারা মহামারি নিয়ন্ত্রণে করোনার টিকার ১০০ কোটি ডোজ দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।