২৩ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বন্ধ রয়েছে কাউন্টারগুলো। বুধবার (২৩ জুন) সরকারি নির্দেশনা অনুযায়ী এই টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। কারণ সেখানে থাকা সবগুলো বাসের কাউন্টার বন্ধ রয়েছে বলে জানা গেছে।
রাজধানীর বাইরে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। সেই হারে ভালো অবস্থানে রয়েছে ঢাকা। তাই ঢাকাকে বাঁচাতে আশপাশের সাত জেলা- মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে কঠোর লকডাউন চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। এসব জেলা থেকে ঢাকায় প্রবেশপথে বসানো হয়েছে পুলিশি পাহারা। গাবতলী টার্মিনালে মোতায়েন রয়েছে পুলিশ। সেখানে অলস সময় কাটাচ্ছেন পরিবহন সংস্থার কর্মীরা। গাড়ি চলাচল বন্ধ থাকায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গিয়েছে। টার্মিনালের বেশিরভাগ কর্মী বিভিন্ন পরিবহন সংস্থায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। বাস বন্ধ থাকায় টার্মিনালে কোনও যাত্রী লক্ষ্য করা যায়নি।