২৪ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার বর্ষীয়ান অভিনত্রী শাবানা আজমি। টুইটারে ক্ষোভ উগরে দিলেন শাবানা আজমি। শুধু তাই নয়, সকলকে সাবধানও করলেন অভিনেত্রী।
ঠিক কী ঘটেছে? ৭০ বছরের বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন, ”সাবধান! আমি প্রতারণার শিকার হয়েছি। আমি অ্যালকোহল কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করি। তবে তারপরেও জিনিসটা পাইনি। বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি।
নিজের টুইটে শাবানা আজমি প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরও শেয়ার করেছেন।
শাবানা আজমির টুইট দেখে বহু নেটিজেনই পাল্টা টুইটে একই ভাবে প্রতারণার কথা তুলে ধরেছেন। অনেকেই অভিনেত্রীকে সংস্থার বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন। কেউ আবার লিখেছেন, এইরকম বহু সংস্থা নেট দুনিয়ায় ফাঁদ পেতে রয়েছে।
প্রসঙ্গত, এর আগে অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, করণ সিং গ্রোভারসহ আরো অনেক তারকাই অনলাইনে কেনাকাটার প্রতারণা শিকার হয়েছিলেন।