২৪ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
লেবাননে রুটির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এক বছরে পঞ্চমবারের মতো ভর্তুকিযুক্ত রুটির দাম বাড়িয়েছে লেবানন সরকার। দশ বছরের মধ্যে প্রথমবার গত বছরের জুনে লেবানন সরকার সাধারণ রুটির দাম বাড়িয়েছে ৩০ শতাংশের বেশি। ফেব্রুয়ারির পর পঞ্চম দফায় তারা রুটির দাম বাড়িয়েছে ১৮ শতাংশ।
আগে ৯১০ গ্রাম রুটির দাম ছিল দুই হাজার ৭৫০ পাউন্ড (১৫৪ টাকা), এখন সেটি বেড়ে হয়েছে তিন হাজার ২৫০ পাউন্ড (১৮২ টাকা), যার প্রকৃত মূল্য দুই ডলারের বেশি।
আলজাজিরার খবরে বলা হয়, দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তীব্রতর হওয়ায় এ পরিস্থিতিরি সৃষ্টি হয়েছে।
বিশ্বব্যাংক বলছে, এভাবে চলতে থাকলে আর্থিক ও অর্থনৈতিক মন্দার ক্ষেত্রে ১৫০ বছরের রেকর্ড ভাঙবে দেশটি। আল-জাজিরা।
দাম বাড়ানো নিয়ে কী বলছে সরকার?
লেবাননের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, চিনির দামে ভর্তুকি বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে। তাই রুটির দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা।
লেবাননে ভর্তুকি দেওয়া পেট্রল, ওষুধসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পণ্যে মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। দিনের বেশির ভাগ সময় বিদু্যত্ থাকে না। গাড়িতে পেট্রল নিতে লাইনে দঁাড়িয়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। জ্বালানি ভরে আগে-পরে যাওয়া নিয়ে প্রায়ই হাতাহাতি হয়ে যায় পেট্রল পাম্পগুলোতে। সিরিয়ায় পাচার হওয়ার দরুন সেখানে জ্বালানি সংকট বৃদ্ধি পেয়েছে। সেখানে জ্বালানির দাম লেবাননের চেয়ে ৫ গুণ বেশি।