• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

লকডাউনে নামতে পারে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট / ২৩১ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১

২৫ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ প্রতিপালনে নামতে পারে সেনাবাহিনী। এ ছাড়া বিজিবি-পুলিশও এ সময় কাজ করবে।

শুক্রবার (২৫ জুন) রাতে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ২৮ তারিখ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের আওতায় থাকবে সারাদেশে। এরপরও আমরা প্রয়োজন হলে বাড়াবো। এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সে জন্য বেশ কড়াকড়ি থাকবে। সেজন্য পুলিশ, বিজিবি থাকবে, পাশাপাশি সেনাবাহিনীও থাকতে পারে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে আসতে পারবে না। বিস্তারিত শনিবার প্রজ্ঞাপনে জানানো হবে।

লকডাউনে যেসব জরুরি পরিষেবা চালু থাকবে

কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোডিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক বা লরিকে বোঝানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০