• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

আলাদা ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড এক, কোথায় আছেন যশ-নুসরাত?

বিনোদন ডেস্ক / ২৭১ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

বিতর্কই এখন জীবনের সঙ্গী। তা বলে কেউই চুপ করে নেই। বরং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভি থাকাটা বেশ বেড়েছে! রোজ একটা কিংবা একাধিক ছবি পোস্ট করছেন অন্তঃসত্ত্বা নুসরাত। করে ফেলেছেন একটি বিজ্ঞাপনের শুটিংও। আর যশও সমানতালে ছবি ও স্ট্যাটাস শেয়ার করে চলেছেন ইনস্টায়। সঙ্গে বেশ অর্থবহ ক্যাপশন। আর তা নিয়ে নেট-নাগিকদের মাতামতি, কুকথা, সমালোচনা তো আছেই।

রোববার (২৭ জুন) ইনস্টায় নিজের শরীরচর্চার ছবি শেয়ার করলেন যশ দাশগুপ্ত। কাঁধে সাইকেল নিয়ে হুডেড স্লিভলেস টি-শার্টে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন। চোখে রোদ চশমা। সকালের হালকা আলোয় জমিয়ে চলছে শরীরচর্চা। আর ছবির ক্যাপশনের সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে।

এদিকে সকাল সকাল নুসরাতও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ফটো। যেখানে সাদা ফুলস্লিভ কার্টুন প্রিন্ট টি-শার্টে দেখা যাচ্ছে অভিনেত্রী-সাংসদকে। আর আশ্চর্যের ব্যাপার যশ আর নুসরাতের ছবির ব্যাকগ্রাউন্ড প্রায় এক। সবুজে মোড়া ঘাস, পিছনের গাছের সারি চোখে পড়েছে দু’জনের ছবিতেই। এমনকী, ছবির ক্যাপশনেও মিল রয়েছে। নুসরাত তার ছবির এক হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।

আর তারপর থেকেই জমেছে জল্পনার পাহাড়। কোথায় আছেন নুসরাত-যশ?একসঙ্গেই আছেন? আদৌ কলকাতা শহরে আছেন তো তারা? নিখিল জৈনের সঙ্গে বিয়ে ‘বৈধ নয়’ ঘোষণা করার পরই, নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। যদিও এখনো অনাগত সন্তানের পিতৃ-পরিচয় নিয়ে টু শব্দ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০