০৫ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর অসহায় নাগরিকের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ জুলাই) থেকে তারা রাজধানীর ৫০টি এলাকার ৫ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করবে। যা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে।
রোববার (৪ জুলাই) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়।
পুলিশ জানায়, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন থানা এলাকাগুলোতে একযোগে স্বাস্থ্যবিধি মেনে এসব খাবার বিতরণ করা হবে।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, কমিশনারের নির্দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডিএমপির এই ক্ষুদ্র প্রয়াস। যারা বিশ্বাস করে মানুষ মানুষের জন্য। পুলিশ মনে করে, করোনার ঢেউ মোকাবিলায় জনস্বার্থে সরকার ঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ অব্যাহত আছে। কর্মব্যস্ত ঢাকা শহর এ কারণে থমকে গেছে। দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে সবার মতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসহায় নাগরিকরা। এ কারণেই তাদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা করা হয়।