• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

বিনা কারণে ঘোরাফেরা, রাজধানীতে ৭৯১ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ২২৬ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১

১০ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা দেশে জারি করা কঠোর লকডাউনের দশম দিনে অপ্রয়োজনে বের হওয়ার অভিযোগে ঢাকায় আরও ৭৯১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ২১২ জনকে করা হয়েছে এক লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৩৬১টি গাড়িকে ৯ লাখ ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রথমে এক সপ্তাহ চলার কথা থাকলেও পরে তার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

এই বিধিনিষেধের মধ্যে, যারা রাস্তায় বেরিয়ে যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, তাদের বিধিনিষেধ ভাঙার অভিযোগে গ্রেপ্তার বা জরিমানার মুখে পড়তে হচ্ছে।

রাজধানীর বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। আর গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের (ডিএমপি অ্যাক্ট) কয়েকটি ধারায় হাজির করা হচ্ছে হাকিমের সামনে।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১