মেঘনায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ কথা বলেন
১ নভেম্বর ২০২১,আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি : মেঘনায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসনের সর্বশক্তি প্রয়োগ করা হবে বললেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম( বার) পিপিএম, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তানভীর আহমেদ। জেলা প্রশাসক বলেন মেঘনা একটি নদী বেষ্টিত উপজেলা নির্বাচনে এই উপজেলায় বহিরাগত লোকদের আগমন ঘটে এমন তথ্য আমাদের কাছে আছে নিশ্চিত করে বলতে চাই নদীতে কোষ্টগার্ড সহ টহল টিম থাকবে। নির্বাচনে কর্তব্যরত অস্ত্র ব্যবহার অনুমোদিত কেউ কোন প্রকার অস্ত্র ব্যবহার করতে পারবেনা, নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে প্রশাসনের গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন দায়িত্ব প্রাপ্তরা কাজ করছে। জেলা প্রশাসক সকল প্রার্থীদের উদ্যেশ্য বলেন নির্বিঘ্নে ভোটারদের কাছে যান ভোটাররা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এর কোন ব্যত্যয় ঘটবেনা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার হোমনা সার্কেল স্পিনা রানী প্রামাণিক মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ।