০৮ ডিসেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুতেরেস আগামী কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন। ৭২ বছর বয়সী গুতেরেস আগামী কয়েক দিনের ব্যক্তিগত বৈঠকাদি এবং কর্মসূচি বাতিল করেছেন।
জানা গেছে, নভেম্বরের শেষে একটি বুস্টার ডোজ নিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। এরপর তার করোনা আক্রান্তের খবর সামনে এলো।
বুধবার নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল অ্যান্তোনিও গুতেরেসের। বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেয়ার কথা রয়েছে।
জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।