২৭ ডিসেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে থাকা গাছ কাটার সময় চলন্ত সিএনজিচালিত অটোরিকশার উপর পড়ে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা আরো ৩-৪ জন আহত হয়। তবে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানালেও তাদের পরিচয় জানাতে পারেনি।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সানোরা ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর সড়কের খাগুরতা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি রানী ঘোষ (১৫) মানিকগঞ্জ সদর থানার কাটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম গ্রামের নিরঞ্জন ঘোষের মেয়ে। সে কাটিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আহতদের পরিচয় জানা যায়নি তবে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বিকেলে সাটুরিয়া-কালামপুর সড়ক দিয়ে একটি সিএনজি কালামপুরের দিকে যাচ্ছিলো। এ সময় খাগুরতা এলাকায় সড়কের পাশে কাটতে থাকা গাছ সিএনজিটির উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এতে আরো ৩-৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তালুকদার সজীব হাসান বলেন, সড়কের পাশের গাছ কাটার সময় একটি চলন্ত সিএনজির উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত হয়। আহত আরো ৩-৪ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কে বা কারা গাছ কাটছিলেন সে বিষয় পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।