৪ মার্চ ২০২২,আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
৮ মার্চ থেকে সারা দেশে সীমিত কিছু ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। ফাইল ছবিট্রেন চালু হলেও করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া বন্ধ ছিল। বর্তমানে করোনার সংক্রমণ কমে যাওয়ায় মঙ্গলবার (৮ মার্চ) থেকে সারা দেশে সীমিত কিছু ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে। এর ফলে ট্রেনে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হবে।
আজ শুক্রবার সকালে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রির বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অপারেশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
রেল সূত্র জানায়, ‘সারা দেশে সীমিত কিছু ট্রেনে এই সেবা চালু করা হবে। অতিরিক্ত স্টপেজ আছে এবং যাত্রীদের চাহিদা বেশি এসব কিছু বিবেচনা করে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। তবে ট্রেনের মোট আসনের ২০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু করোনার সংক্রমণ কিছুটা কমে গেছে। অনেক কিছুই স্বাভাবিক হয়ে এসেছে। ফলে স্ট্যান্ডিং টিকিট বিক্রির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনেরও স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে যাত্রীদের সুবিধার্থে। তবে পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী কোন ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ কমে যাওয়ার কারণে গত ৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল। তবে ট্রেন চালুর নির্দেশনায় বলা হয়েছিল, আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এবার এই সিদ্ধান্তের পরিবর্তন আসলো।
বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মোট ৩৯৭টি ট্রেন চলাচল করে। এর মধ্যে যাত্রীবাহী আন্তনগর ট্রেন আছে ১০৪ টি, লোকাল কমিউটার, এক্সপ্রেস ট্রেন আছে ২৫৩টি এবং মালবাহী ট্রেন চলে ৪০ টির মতো।