• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

ছয় বিষয়ের চারটিতেই ঐকমত্যে রাশিয়া-ইউক্রেন: এরদোয়ান

রিপোর্টার : / ১৮৮ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

২৫ মার্চ ২০২২,আজকের মেঘনা ডটকম,    ডেস্ক রিপোর্ট : 

সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেন ছয়টি বিরোধপূর্ণ বিষয়ের মধ্যে চারটিতেই ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা আলোচনার সময় মতবিরোধপূর্ণ ছয়টি বিষয়ের মধ্যে চারটিতেই ‘সমঝোতায়থ পৌঁছেছেন বলে মনে হচ্ছে।

এরদোয়ান আরও জানান, তিনি শুক্রবার (আজ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন।

এরদোয়ান আরও বলেন, ‘প্রথম দিকে ইউক্রেন এই ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু পরে জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ গ্রহণের দাবি থেকে সরিয়ে নেবেন মর্মে উল্লেখ করলে তা স্তিমিত হয়। ইউক্রেনের আলোচনাকারীদের তরফ থেকে আরেকটি সমস্যা ছিল—রুশ ভাষাকে ইউক্রেনের অন্যতম সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা। জেলেনস্কি এটি মেনে নিতে চেয়েছেন। রুশ ভাষা ইউক্রেনের সর্বত্র প্রচলিত একটি ভাষা।

এরদোয়ান রাশিয়ার সঙ্গে আপস করার বিষয়ে গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে জেলেনস্কির মন্তব্যকে ‘স্মার্ট নেতৃত্বথ বলে উল্লেখ করে আরও বলেন, ‘জেলেনস্কি সোমবার বলেছিলেন, তাঁর দেশের নিরাপত্তার নিশ্চয়তা সম্পর্কিত যেকোনো সাংবিধানিক পরিবর্তনের জন্য গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার এবং তা তাঁর একার দ্বারা সম্ভব নয়।

পুতিনের সঙ্গে আসন্ন টেলিফোন কল সম্পর্কে এরদোয়ান বলেন, ‘আমাদের “ন্যাটোচ্ সম্পর্কে আলোচনা ও মূল্যায়ন করা উচিত। আমাদের এই চলমান সংকটকে মসৃণ করার উপায় খুঁজতে হবে এবং এটি থেকে সম্মানজনক প্রস্থানের একটি পথ খুঁজে বের করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১