• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে: ড. হাছান মাহমুদ

রিপোর্টার : / ১৬৫ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

২৬ মে ২০২২ইং, আজকের মেঘনা ডটকম, স্টাফ রিপোর্টার:

‘বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। এ জন্য কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায় না। সংসদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি করপোরেশনসহ অন্যান্য নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না তারা। কারণ তারা জানে তাদের ভরাডুবি হবে। আশা করছি, তারা নির্বাচনী ভীতি কাটিয়ে উঠবে এবং দলকে নির্বাচনমুখী করবে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
গতকাল বুধবার কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরীর টাউন হল মাঠে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন রিমি এমপি, কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রওশন আরা মান্নান, কবি পৌত্রী খিলখিল কাজী ও মিষ্টি কাজী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্মারক বক্তব্য দেন, নজরুল গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক। ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১