কুমিল্লায় প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন
২৯ মে ২০২২ইং আজকের মেঘনা ডটকম,
নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন ব্যর্থ হলে দায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি)। আর সফল হলে প্রশংসা তাঁদের। তাই নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে।আজ রোববার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক ছাড়া অন্য ৪ প্রার্থী, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।সভায় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে ইভিএম নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। নির্বাচনের আগে মক ভোটিং হবে। ইভিএম নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের দিন প্রাকৃতিক দুর্যোগ, ঝড়বৃষ্টি হলে সেটি আমরা দেখব।’