১ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক।।
জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অপারেশন বিভাগের সাবেক উপ-ব্যবস্থাপক পুলক ঢালী ও তার স্ত্রী লীনা মার্লিন ঢালীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
অবৈধ সম্পদের পাওয়ার পর গত ৫ জুলাই সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে দুদক। সম্প্রতি ঢালী দম্পতি দুদক সচিব মো. মাহবুব হোসেন বরাবর সম্পদের হিসাব দাখিল করেছেন বলে জানা গেছে।
সম্পদ বিবরণীর নোটিশ সূত্রে জানা যায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিকানার প্রমাণ পাওয়া যায়। তাই ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছিল।
সম্পদের হিসাব বিবরণী পাওয়ার পর তা যাচাই-বাছাই করে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।