বিপ্লব সিকদার।।
কুমিল্লা উত্তর জেলাকে প্রশাসনিক জেলা করার দাবি জানিয়েছেন কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান। তিনি জানান হোমনা-মেঘনা থেকে জেলা সদর প্রায় ৮০ কিমি এতে করে হোমনা, মেঘনা, দাউদকান্দি, তিতাস, চান্দিনা, দেবিদ্ধার উপজেলার জনগণের প্রশাসনিক সেবায় ভোগান্তিতে পড়তে হয়। অধ্যক্ষ মজিদ বলেন হোমনা উপজেলা থেকে ঢাকা আসতে ২০ কিমি সড়ক ঘুরে গৌরিপুর হয়ে আসতে হয়। ঢাকা -চট্রগ্রাম মহাসড়ক ভাটের চর -হোমনা পর্যন্ত সড়কটি প্রশস্ত করে যাতায়াতে সহজ করার জোর দাবি জানিয়েছেন। তিনি হোমনা – মেঘনার অধিকাংশ অবকাঠামো উন্নয়ন তেমন অগ্রসর হয়নি ফলে উন্নয়ন করার দাবি জানান। আব্দুল মজিদ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একশত শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে জীবন মান উন্নয়নের লক্ষ্যে একটি উচ্চ বিদ্যালয়, স্থায়ী পুলিশ ফাঁড়ি সহ একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। সাংসদ আব্দুল মজিদ হোমনা উপজেলা থেকে বিচ্ছিন্ন ঝগড়ার চর গ্রাম (৪হাজার ভোটার)কে হোমনা উপজেলার সাথে সংযোগ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এবং হোমনা -মেঘনার জনগণের পক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।