নিজস্ব প্রতিবেদক।।
ঢাকার বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১ মার্চ) সকালে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডা. সামন্ত লাল সেন।
এরমধ্যে ৪১ জনের মরদেহ শনাক্ত হয়েছে। শনাক্ত হয়নি আরও ৫ জনের মরদেহ। পরিচয় নিশ্চিত হয়ে হস্তান্তর করা হয়েছে ৩৮টি মরদেহ।