২ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,
ডেস্ক রিপোর্ট :
ইংল্যান্ড বিশ্বকাপে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের শিরোপা মিশন। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মিশন শুরু হয়েছে প্রথম দিনই। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে তারা হেরেছে বড় ব্যবধানে।
নিজেদের সাফল্যে আশাবাদী হলেও প্রতিপক্ষকে এগিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা ফেভারিট নই। সব জায়গায় তারা আমাদের চেয়ে এগিয়ে। এটাও সত্য, ম্যাচে আমরা নিজেদের সেরাটাই খেলব। দলের খেলোয়াড়রাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে।
এদিকে অনুশীলনের সময় বাঁ হাতে ব্যথা পান ওপেনার তামিম ইকবাল। রিপোর্টে তেমন কিছু ধরা না পড়লেও
এই ওপেনারকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে।
ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২০ ম্যাচে। ১৭ বার হারের বিপরীতে তিনবার জয় পেয়েছে বাংলাদেশ।