• শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

এ কে খন্দকারকে ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

রিপোর্টার : / ২৫৪ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০১৯

২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট:

‘১৯৭১ : ভেতরে বাইরেথ বইয়ে ভুল তথ্য প্রদানের জন্য ক্ষমা চাওয়ায় বইটির লেখক ও সাবেক মন্ত্রী এ কে খন্দকারকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (২ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ধন্যবাদ জানান।

হাছান মাহমুদ বলেন, লেখক তার বক্তব্য যে কোনো সময় প্রত্যাহার করতে পারেন। যে কোনো লেখকের সেই স্বাধীনতা আছে, ভুল স্বীকার করতে পারেন। এ কে খন্দকার সাহেবকে ধন্যবাদ জানাই, তার উপলব্ধি হয়েছে যে, তার ভুল হয়েছে। তবে এ ক্ষেত্রে একটি দুর্বলতা থেকেই যায়। একজন লেখক কেন অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে একটি ঐতিহাসিক সত্যকে ভিন্নভাবে, ভুলভাবে উপস্থাপন করলেন? সেই প্রশ্নটি থেকেই যায়। এরপরও তিনি যে তার স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে জাতির কাছে ক্ষমা চেয়েছেন, বঙ্গবন্ধুর আত্মার কাছে ক্ষমা চেয়েছেন, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এ কে খন্দকার সাহেব তার ভুল স্বীকার করেছেন, একই সঙ্গে কয়েকজনকে অভিযুক্ত করেছেন, এই অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ।

সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১