• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন

নিউইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

রিপোর্টার : / ৪০৪ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,আন্তর্জাতিক ডেস্ক :

 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একটি বহুতল ভবনের ছাদে জরুরি অবতরণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ জুন) আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন-এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার স্থানীয় সময় দুপুর পোনা ২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই ওই হেলিকপ্টারের পাইলট নিহত হন।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার জেমস ও’নীলের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, স্থানীয় সময় বেলা আনুমানিক দেড়টা নাগাদ ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে হেলিকপ্টারটি ৩৪ স্ট্রিট হেলিপোর্ট থেকে উড্ডয়নের পর ৭৮৭ সেভেনথ অ্যাভেনিউয়ের ৫৪ তলা এক্সএ অ্যাক্যুইট্যাবল সেন্টার এর ছাদে বিধ্বস্ত হয়। আর তাতে ঘটনাস্থলেই হেলিকপ্টারটির পাইলট নিহত হন।

দেশটির আইন প্রয়োগকারী সংস্থার তথ্যের বরাতে জানা যায়, বিধ্বস্ত দুই ইঞ্জিনের আগুস্তা এ১০৯ই হেলিকপ্টারটির নিহত পাইলটের নাম টিম ম্যাককরম্যাক।

এই ঘটনার প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাজিও জানিয়েছেন, হেলিকপ্টারটি ভবনের ছাদে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও হেলিকপ্টারটি কেন উড়ছিল তা খতিয়ে দেখাও ‘তদন্তের অংশ হবেথ বলে জানিয়েছে নিউইয়র্ক শহরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১