৮ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, স্টাফ রিপোর্টার : পুলিশ সপ্তাহে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদানের জন্য কুমিল্লা জেলা পুলিশ পুরুস্কার পেয়েছে। কুমিল্লা ডিস্ট্রিক্ট পুলিশ এর ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা যায়। ৬ ক্যাটাগরির মধ্যে ২টি ক্যাটাগরিতে কুমিল্লা জেলা পুলিশ পুরুস্কার পান।
পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিট সমূহকে ৬ টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সকল জেলা ও ইউনিটসমূহগুলোকে পুরস্কার প্রদান করেন।
০৬টি ক্যাটাগরির মধ্যে মাদকদ্রব্য উদ্ধার ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে কুমিল্লা জেলা পুলিশ পুরস্কৃত। বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম পুলিশ সুপার, কুমিল্লা ।