২৬ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট
: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়, এ আদর্শকে তাদের কাছে রেখে যেতে চাই। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এটি অত্যন্ত শ্বাশত সত্য, এই শ্বাশত সত্যিটিকে মানুষের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। তাই জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার তে এ বিশাল আনন্দ মেলার আয়োজন করা হয়েছে।
জাতির পিতার আদর্শকে আবার নতুন করে এলাকার মানুষের সামনে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, যারা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, তার নির্দেশে যুদ্ধ করেছেন, তাদের জন্য এক ধরণের অনুপ্রেরণার চিত্র তুলে ধরা। অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে এখনো আমাদের মাঝে আছেন, তাদেরকেও একত্র করা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুরে নিজ বাড়িতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী আয়োজিত আনন্দ মেলা নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় অর্থমন্ত্রীর মেয়ে কুমিলা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, আমাদের সার্থকতা হচ্ছে কুমিলা-১০ আসনের সবাই একত্র হয়ে বঙ্গবন্ধুর চেতনায় এক হয়ে অনুষ্ঠানটিতে কাজ করেছে।
পরে সন্ধ্যায় কুমিলার লালমাই উপজেলা মাঠে আয়োজিত আনন্দ মেলার জমকালো অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী। এতে মুজিব বর্ষ ভিক্টোরিয়ানস ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিলা ভিক্টোরিন্সের চেয়ারপারসন নাফিসা কামাল, জেলা প্রশাসক আবুল ফজল মীর, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, ইআরডি সচিব মনোয়ার আহমেদ,জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম,উপজেলা চেয়াম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারাসহ অন্যান্যরা। পরে সাংস্কৃতিক পরিবেশনায় দেশবরেণ্য শিল্পীরা অংশ নেন।