৩১ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হওয়ার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি কনক কান্তি বড়ুয়া বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। উনাকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে, উনি এখন ঘুমাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে উনাকে বিদেশে পাঠানো হবে। তার ইকো করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
এর আগে, হয়ে পড়েন। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় কার্যালয়ে যান। অফিসে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ বোধ করেন। তখন তাকে হাসপাতালে নেয়া হয়।ইনকিলাব