৩১ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ভোটের দিন কেন্দ্রের আশপাশে থাকা যাবে না। একই সঙ্গে কেন্দ্রে আসার সময় ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীতে ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে পুলিশ কমিশনার বলেন, সাধারণ ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের সঙ্গে র্যাব, বিজিবিসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যকে মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।