১ ফেব্রুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১২টা শহীদ আর আই এ বি এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পুলিশ হেডকোয়ার্টার এডিশনাল ডিআইজি মোঃ মনিরুল ইসলাম বিপিএম, পিপিএম (লজিস্টিক্স)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা কমিউনিটি পুলিশের সভাপতি ও ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যাপক আমির আলি চৈৗধুরী, রোকায়া পদক পাপ্ত বিশিষ্ট্য নারী নেত্রী পাপড়ি বসু ও সদর দক্ষিণ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং প্রত্যেক উপজেলা থানার কর্মকর্তাবৃন্দরাও উপস্থিত ছিলেন।