২ আগষ্ট ২০২০,আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৩ হাজার ১৫৪ জন। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৮৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লক্ষ ৪০ হাজার ৭৮৬ জন।
রবিবার (২ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় হয়েছে ৩ হাজার ৬৮৪ টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ৮৬৬ জন। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে এদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫৮৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ লক্ষ ৩৬ হাজার ৮৩৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে তিনি জানান।