ফাহাদুল ইসলামঃ সোনারগাঁ উপজেলা প্রাঙ্গনে ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হল। বিভিন্ন ধর্মীয় কর্মসূচি দোয়া মাহফিল এবং সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল সোনারগাঁও উপজেলা ৪৫ তম শাহাদাত বার্ষিকী।
সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি জননেতা লিয়াকত হোসেন খোকা ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন সহ উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর এবং মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, মেম্বারগন ও জনপ্রতিনিধিগণ পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার।
পুষ্পস্তবক অর্পণের পর গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন এমপি খোকা, উপজেলা নির্বাহী অফিসার সহ নানান গন্যমান্য ব্যক্তিবর্গ গন। অবশেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার সহ অসহায়ত্ব পরিবারের মাঝে বিতরণ করা হয় চেক, সেলাই মেশিন তাছাড়া উপস্থিত জনতার মাঝে বিতরণ করা হয় শেখ মুজিবুর রহমানের স্বহস্তে লিখিত অসমাপ্ত আত্মজীবনী ও কেএন ৯৫ মাস্ক।