১৯” আগষ্ট ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী বাহিনী বাংলাদেশ পুলিশ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)র পুলিশ পরিদর্শক পদের কর্মকর্তাকে বদলি করেছে কর্তৃপক্ষ। বদলিকৃত পুলিশ কর্মকর্তারা দু/এক দিনের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করবেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতর সূত্রে জানা যায়, ডিএমপি কমিশনার অতিরিক্ত মহাপুলিশ পরিদির্শক (এ্যাডিশনাল আইজিপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম বার আজ ১৯ আগস্ট বুধবার পৃথক দুথটি আদেশে ১৩ পুলিশ পরিদর্শক পদের কর্মকর্তা বদলি করেছেন।
বদলিকৃত পুলিশ পরিদর্শকরা হচ্ছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)র লইনওআর পুলিশ পরিদর্শক এস এম জালাল উদ্দিনকে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগে, ডিএমপির ভাষাণটেক থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে ডিএমপির মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে এবং ডিএমপির মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক অপারেশন শাহ আলমকে ডিএমপি গোয়েণ্দা উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপির ওয়ারী থানার পুলিশ পরিদর্শক অপারেশন সুজিত কুমার সাহা কে ডিএমপির খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে, ডিএমপির খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাহাৎ খানকে পুলিশ পরিদর্শক ডিএমপির লইনওআর এর সিআরও হিসেবে, ডিএমপির লাইনওআর এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ রোমানকে ডিএমপির ওয়ারী থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে এবং ডিএমপির কদমতলী থানা পুলিশ পরিদর্শক অপারেশন মাহবুব আলমকে ডিএমপির ওয়ারী থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির লাইনওআর এর পুলিশ পরিদর্শক জাকির হোসাইন পিপিএমকে ডিএমপির কদমতলী থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে, ডিএমপি মুগ্ধা থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ মাসুদুর রহমানকে ডিএমপির হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে, ডিএমপির হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুস সালামকে ডিএমপির সদর দফতর এবং প্রশাসন বিভাগের প্রবাসী লিগ্যাল সার্ভিস সেল এ এবং ডিএমপির লাইনওআর এর পুলিশ পরিদর্শক আশীষ কুমার দেবকে ডিএমপির মুগ্ধা থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির সিটি ইন্টেলিজেন্স এ্যানালইসিস বিভাগের পুলিশ পরিদর্শক আবু মাহমুদ কাওসার হোসেনকে ডিএমপির রূপনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে এবং ডিএমপির রিসার্স এন্ড ডেভেলপমেন্ট বিভাগের পুলিশ পরিদর্শক এনামুল হক খন্দকারকে ডিএমপির হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে বদলি করা হয়েছে। বদলিকৃত পুলিশ পরিদর্শকরা তাদের নতুন কর্মস্থলে আজ কালের মধ্যে যোগদার করার কথা রয়েছে।