সোনারগাঁ প্রতিনিধিঃ চলমান মহামারী করোনাভাইরাসের কারনে বন্ধ থাকা সোনারগাঁও জাদুঘর শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে খুলে দেয়া হয়েছে।
বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান,দীর্ঘ পাঁচ মাস পর সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করতে পারবেন। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাদুঘর।
তবে সরকারি নির্দেশনা মোতাবেক প্রত্যেক দর্শনার্থী মুখে বাধ্যতামূলক মাস্ক থাকতে হবে। এছাড়াও করোন ভাইরাস থেকে রক্ষা পেতে যা যা করণীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তা পালনে নির্দেশ দেয়া হয়েছে।