শাহারুখ আহমেদঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টিতে যোগদান করল শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত হলো মহামারী করোনা ভাইরাস রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মীসভা ও সোনারগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন সহ শতাধিক নেতাকর্মী জতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠান।
নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁ পৌরসভার কাউন্সিল ফারুক আহমেদ তপন, মহিলা কাউন্সিল পারভিন আক্তার, ব্যবসায়ী রওশন মাসুদ, মোবারক হোসেন রাজা, পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী আবু সাইদ সাব মিয়া সহ শতাধিক নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে গ্রহন করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাঈম ইকবাল, সাবেক কাউন্সিল ও জাতীয় পার্টির সোনারগাঁ পৌরসভার নেতা গরীব নেওয়াজ, সোনারগাঁ পৌরসভার জাতীয় পার্টির নেতা রেজাউল করিম, জাতীয় পার্টির নেতা শহিদ মিয়া, জাতীয় পার্টির সোনারগাঁ পৌরসভার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, জাতীয় পার্টির সোনারগাঁ পৌরসভার যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, পিরোজপুর ইউনিয়নের জাতীয় পার্টির আহবায়ক আব্দুস ছোবহান, পিরোজপুর ইউনিয়নের জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ শহিদ সরকার, পিরোজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ সাব মিয়া সাইদ, সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল, বারদী ইউনিয়নের জাতীয় পার্টির নেতা লায়ন বাবুল, বৈদ্যেরবাজার ইউনিয়নের মোহাম্মদ আলী মেম্বার, জামপুর ইউনিয়নের আশরাফুল ভূইয়া মাসুম, সাদিপুর ইউনিয়নের জাতীয় পার্টির আহবায়ক আবুল হাশেম, সোনারগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মধু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল আলম সামসু।
এমপি খোকা বলেন, আমার কোন নেতাকর্মী জনগনের সম্মানহানি কাজ করলে ছাড় দেয়া হবে না। এলাকার প্রতিটি জনগন আমার আপনজন, তাদের জন্য যারা ভাল কাজ করবে তারা যে দলেরই হোক আমি তার হয়ে কাজ করব। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কাজ করে যাবো।