শাহারুখ আহমেদঃ সোনারগাঁ পৌরসভার ৩নং ওয়ার্ডে জাতীয় পার্টির সন্মেলনে ২১শে সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলাধীন টিপুরদী সালাউদ্দিন সাহেবের বাড়ির সম্মুখে সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ জামানের সভাপতিত্বে সর্বজন সম্মতিতে হাজী হাবিবুর রহমানকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
জাপার প্রেসিডিয়াম সদস্য, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপির নির্দেশে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ট পৌরসভার মোট ৯৯টি ওয়ার্ডে জাতীয় পার্টিকে আরো সুশৃঙ্খল ও জনসেবা মুলক আচরণ বৃদ্ধির উদ্দেশ্যে কমিটি গঠন করা হচ্ছে।
উক্ত নির্দেশ মোতাবেক সোমবারের সন্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব আবু নাঈম ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি গঠন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সোনারগাঁ উপজেলা নেতা রেজাউল করিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আনিছুর রহমান বাবু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাহবুবুর রহমান কামাল, জাতীয় পার্টি নেতা মোহাম্মদ আলী, লিয়াকত আলী, হাজী গরীবনেওয়াজ, পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, জাতীয় পার্টি নেতা মোঃ শহীদ, জাতীয় পার্টির নেতা মোক্তার হোসেন, মজিবর, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পৌরসভা সভাপতি ওমর ফারুক টিটু প্রমুখ।