পৌরসভায় উঠান বৈঠকের প্রধান অতিথি নাসরিন সুলতানা ঝরা
শাহারুখ আহমেদঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রাইজদা এলাকায় পৌরসভা আওয়ামীলীগের বিশেষ উদ্যেগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাবা নাসরিন সুলতানা ঝরা।
তিনি বলেন, পৌরসভার জনগন এখনো অনেকাংশেই অবহেলিত রয়ে গেছে। সেই অধিকার আমাদের নিজের হাতেই অর্জন করতে হবে। বর্তমান বাংলাদেশ সরকার দেশ ও জনমানুষের অধিকার ফিরিয়ে দেয়ার রাজনীতি করছে, আর যেহেতু আমি জন্মগত আওয়ামী পরিবারের সদস্য তাই আমিও চাই বাংলাদেশ আওয়ামী লীগের সার্বিক সহযোগিতা নিয়ে পৌর জনগণের সেবায় নিজেকে ন্যস্ত করতে। তাছাড়া আমি ধনী পরিবারে জন্ম গ্রহন করিনি তাই হত দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট আমি পরিপূর্ণ উপলব্ধি করতে পারি। তাই পৌর এলাকার সকলের বিপদে আপদে নিজেকে বিলিয়ে দেয়ার মাধ্যমেই নিজের পরিচয় অর্জন করতে চাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম সেরুন।
আরও উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি অপু সরোয়ার, ৪নং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবেদ, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি উজ্জ্বল মিয়া, ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আঃ রউফ, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর, পৌর যুবলীগ সদস্য হারুন জয়, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মমিনুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা জসীম,
আওয়ামী লীগ নেতা-খোরশেদ, মজিবুর, আল আমিন, সানোয়ার হোসেন, শাহাদাৎ, যুবায়ের, ত্বপন সহ আরো অনেকে।
উল্লেখ্য, অনুষ্ঠানে অসংখ্য লোকের উপস্থিতিতে আওয়ামী অঙ্গনে প্রশংসিত নাসরিন সুলতানা ঝরা তাছাড়া উপস্থিতিদের জন্য আপ্যায়ন ব্যবস্থার পাশাপাশি সকলের পাশে দাড়ানোর প্রয়াশ জানিয়েছেন তিনি।