• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

নোয়াগাঁও উপ নির্বাচনে মোক্তারের তালা মার্কায় অসংখ্য জনতার মিছিল ও আলোচনা সভা

রিপোর্টার : / ২০৪ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

নোয়াগাঁও উপ নির্বাচনে মোক্তারের তালা মার্কায় অসংখ্য জনতার মিছিল ও আলোচনা সভা

শাহারুখ আহমেদঃ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মৃত্যুতে পুনরায় উপ নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর মৃত সাবেক মেম্বারের ছেলে মোঃ মোক্তার হোসেন এলাকাবাসী ও অত্র ইউনিয়নের আওয়ামী অঙ্গ সংগঠকের সমর্থন এবং পরামর্শে তালা মার্কা নিয়ে প্রার্থী হিসেবে প্রচার প্রচারনা ও প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে ২০ তারিখ নির্বাচন ঘিরে আওয়ামীলীগ প্রার্থী মোক্তার হোসেনকে পরাজিত করার লক্ষ্যে নানান কুচক্রী মহল ভয়ভীতি হুমকি-ধামকির মাধ্যমে আতঙ্ক সৃষ্টির প্রচেস্টা চালাচ্ছে।
কিন্তু ভয়ভীতি আতঙ্ক তোয়াক্কা না করে শত শত মানুষের অংশগ্রহণে ১৬’ই অক্টোবর বিকেলে তালা মার্কা নিয়ে বিশাল মিছিলে মুখরিত ছিলো পুরো ৬নং ওয়ার্ড।
মিছিল শেষে চৌরাপাড়া আওয়ামীলীগের পার্টি অফিসে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অর্ধদিন ব্যাপী কর্মসূচি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ আওয়ামী আহবায়ক কমিটি সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু ও বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার উপস্থিত থেকে বলেন, কোনো অপশক্তিকে আসন্ন উপ নির্বাচনে অনৈতিক কর্মকান্ড বা কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির সুযোগ দেয়া হবে না। প্রয়োজনে সোনারগাঁয়ের সকল আওয়ামী অঙ্গ সংগঠক ঐক্যবদ্ধ ভাবে ঐদিন প্রস্তুত থাকবে, তবুও ভোট জালিয়াতি ও অপশক্তি প্রয়োগ করতে দেয়া হবে না। ফোয়ার ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ রক্ষায় সোনারগাঁ আওয়ামী সমাজ একজন সৈনিকের ন্যায় কাজ করে যাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও দুইবারের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, আওয়ামী আহবায়ক কমিটির সদস্য ও জামপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন খান আবু, থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, জামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শামসুল আলম ভূঁইয়া, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুব পারভেজ, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হুমায়ূন কবির ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি হানিফ ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল্লাহ সরকার, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগ সিঃ সহ-সভাপতি ও চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রিপন ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী নাজমুল হক, বারদি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সহ-সভাপতি এইচ এম আসাদুজ্জামান ও বারদি ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী শহিদ সরকার সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১