রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় হানিফ বলেন, বেগম জিয়াকে আইনি লড়াইয়ে মুক্ত করতে ব্যর্থ হয়েছে বিএনপি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া নাকি এখন গৃহবন্দী আছেন, অবাক হয়ে যেতে হয় তাদের কথা শুনলে।’
তিনি আরো বলেন, ‘তারা অনেকবার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েও মাঠে নামতে পারেনি। কারণ তারা জানে খালেদা অপরাধী। তাই তারা মাঠে নামেনি। আজ শেখ হাসিনার মানবতার কারণে আপনাদের নেত্রী কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় আছেন।’