• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

জামিন পেলেন কবি টোকন ঠাকুর

রিপোর্টার : / ২২৮ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

তথ্য মন্ত্রণালয়ের পক্ষে সরকারি সম্পত্তি তছরুপের এক মামলায় রোববার রাতে গ্রেপ্তার হয়েছিলেন কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুর। সোমবার বিকেলে শর্ত সাপেক্ষে তাকে জামিন দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম আবু নোমান মো. সুফিয়ান সোমবার শুনানি শেষে টোকন ঠাকুরের জামিন মঞ্জুর করেন।

যে শর্তে এই কবি ও নির্মাতাকে জামিন দেয়া হয়েছে – মঙ্গলবার নির্বাহী হাকিম আদালতে আত্মসমর্পণ করতে হবে টোকন ঠাকুরকে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি এ আদালতেই বিচারাধীন।

আদালতে টোকন ঠাকুরের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস ও পারভেজ হাসেম।

প্রসঙ্গত, রোববার রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের ভাড়া বাসা থেকে টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা-পুলিশ।

এই কবি ও চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, ‘কাঁটা’ শিরোনামে সিনেমা করার কথা বলে সরকারি অনুদান নিয়েছিলেন টোকন ঠাকুর। কিন্তু নির্ধারিত সময়ে সিনেমা জমা দেননি তিনি।

কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পটি নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর।

অনুদানের অর্থ গ্রহণের ৯ মাসের মধ্যে ছবি মুক্তি দেয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি।

পরে তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করে তথ্য মন্ত্রণালয়। ওই মামলাতেই গত মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০